পরীমণির ছেলের জন্মদিনে কী উপহার দিলেন অপু বিশ্বাস

0
288

আইনত বিচ্ছেদ না হলেও শরিফুল রাজের সঙ্গে এখন আর থাকছেন না পরীমণি। মে মাসেই পরীমণির বাড়ি থেকে বের হয়ে যান রাজ। বৃহস্পতিবার ছিল পরীর ছেলে রাজ্যের ১ বছরের জন্মদিন। স্বামীকে ছাড়াই তা পালন করলেন বেশ ধুমধাম করে। ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কোনও ত্রুটি রাখেননি তিনি।

আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক তারকা। ছিলেন নায়িকা অপু বিশ্বাসও। রাজ্যের জন্য হাতে করে নিয়ে আসেন একটি সোনার চেন। যা নিজের হাতেই পরিয়ে দেন তিনি পরীমণির ছেলের গলায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপু।
ছেলের জন্মদিনের আগে এক সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছিলেন, ‘ছেলের প্রথম জন্মদিন নিয়ে কত না স্বপ্ন ছিল। ভেবেছিলাম মা-বাবা ছেলেকে নিয়ে একসঙ্গে ছবি তুলব। সেসব আর হল না। বিধাতা ওসব আমার ভাগ্যে রাখেননি।ছেলের জন্মদিন আয়োজনের খরচের বিষয়টিও জানান পরীমণি। তার কথায়, ছেলের প্রথম জন্মদিন আয়োজনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছি। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।

বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনও যোগাযোগ করেননি রাজ। শুধু তাই নয়, ছেলে রাজ্যেরও কোনও খবর নেননি তিনি। তাই তিনিও ঠিক করে দেন, ছেলের এই শুভ দিনটা ছেলের বাবাকে ছাড়াই কাটাবেন। রাজ্যের মামাদের নিয়ে ধুমধাম করবেন।

ছেলের জন্মদিনে একেবারে পদ্ম ফুলের মতো লং গাউনে সেজেছিলেন পরীমণি। ছেলেকে পরিয়েছিলেন সাদা রঙা পাজামা-পঞ্জাবিতে।

আপনার মন্তব্য জানান