চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ায় ছুরিকাঘাতে শাশুড়ি খুনের ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন পুত্রবধূ নাছমিন আক্তার। শুক্রবার চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ খন্দকারের আদালতে তিনি এই জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি পারিবারিক কলহের জের ধরে মনোমালিন্যের কারণে ছুরিকাঘাতে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আদালত সূত্র।সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খাগরিয়ায় শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেফতার পুত্রবধূ নাছিমনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি খুনের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে গত ২১ জুন সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে তর্কাতর্কির একপর্যায়ে শাশুড়ি রোকেয়া বেগমকে ছুরিকাঘাত করেন পুত্রবধূ নাছমিন আক্তার। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার দিন পালিয়ে যাওয়ার সময় ঘাতক পুত্রবধূ নাছমিন আক্তারকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। পরদিন থানায় মামলা করে নাছমিন আক্তারকে আদালতে পাঠায় পুলিশ।