সরকারের সময় শেষ হয়ে এসেছে: মির্জা আব্বাস

0
191

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজার এলাকায় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।এ সময় মির্জা আব্বাস বলেন, আজকের এই মিছিল থেকে প্রমাণ হবে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা কাউকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে রাজপথ আমাদের দখলে। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা উল্টাপাল্টা আচরণ শুরু করেছে। বিশ্ববাসী এই সরকারের উপর অতিষ্ট। সারাদেশের জনগণ এই সরকারের উপর অতিষ্ট। তাই এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকের এই পদযাত্রা থেকে আমরা প্রমাণ করব বিএনপি এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এ পদযাত্রায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন আহমেদ অসীম, রকিবুল ইসলাম বকুল, কামরুজ্জামান রতন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ইশরাক হোসেন, রফিকুল ইসলাম রাসেল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী প্রমুখ।

আপনার মন্তব্য জানান