ঢাকার কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটারবাস ডুবিতে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান মারুফ।
উদ্ধার অভিযানে নৌ পুলিশের পাশাপাশি অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ওয়াটারবাসটিকে পানি থেকে উঠানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে সচেতন অবস্থায় উদ্ধার করেছে।
এর আগে সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানিয়েছিলেন, রাজধানীর শ্যামবাজার ঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি ওয়াটারবাস কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। এসময় বালুবাহী একটি বাল্কহেড ওয়ারবাসটিকে ধাক্কা দিলে সাথে সাথেই ওয়াটারবাসটি ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।