নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার (৩০ শে অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। জানা যায় রামনগর এলাকায় বিরাহিমপুর ব্রিজ এর মুখে লক্ষ্মীপুর থেকে আসা একটি সিএনজি এর সাথে পোদ্দার বাজার থেকে আসা একটি মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। সিএনজি এবং মোটরসাইকেল এ ৪ জন আরোহী ছিল। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ২ জন। একজন গুরুতর আহত হন। এখনো একজনের কোন সন্ধান পাওয়া যায় নি। আশপাশের মানুষ এর ধারণা সন্ধান না পাওয়া লোকটি পাশের খালে ডুবে গেছে।
গুরুতর আহত লোকটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। নিহত ২ ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর গ্রামে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায় নি।