“রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন” এর সহযোগী সংগঠন “RUF Sporting Wings ” এর প্রথম পরামর্শ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

0
909

প্রতিবেদকঃ খালেদ ইব্রাহিম-
আজ ৩০/১০/২০২০ ইং “রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন” এর সহযোগী সংগঠন “RUF Sporting Wings ” এর প্রথম পরামর্শ ও কর্মপরিকল্পনা সভায় অত্যান্ত সুন্দর, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত অনুষ্ঠানে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর জন্য চমৎকার অসাধারণ উপহার ঘোষণা হয়।

★রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর নিজস্ব ভবন এর জন্য ৩ শতাংশ জমি প্রধান করেন RUF Sporting Wings এর আহবায়ক জনাব তৌহিদুর রশিদ।
★ রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর জন্য বাৎসরিক ৫লক্ষ টাকার (যাকাত এবং অনুদান ভিত্তিক) ফান্ড কালেকশনের আশ্বাস প্রধান করেন রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি জনাব, মোঃ আনোয়ারুল হক বাবুল।
★RUF Sporting Wings এর জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রধান করেন রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সহ-সভাপতি জনাব, মোঃ ইকবাল হোসেন।

RUF sporting wings এর নীতিনির্ধারকগন। ফাইল ফটো- লক্ষ্মীপুর টিভি।

★উক্ত প্রোগ্রামের আয়োজন,বাস্তবায়ন ও অসাধারণ আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সিনিয়র সহসভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সাহেবকে।

উক্ত প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আবদুল হান্নান সাজু ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব শাহাদাত হোসেন শিপন।

আপনার মন্তব্য জানান