বাংলাদেশে ফ্লাইট কার্যক্রম শুরু করেছে কুয়েতের জাজিরা এয়ারওয়েজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কুয়েত থেকে উদ্বোধনী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টায় যাত্রী নিয়ে কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে ফ্লাইটি।
কুয়েত ও ঢাকা রুটে ফ্লাইট চলাচলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রী নেবে জাজিরা এয়ারওয়েজ। এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের মাধ্যমে যাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সটি। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে তারা।