রাজশাহী-ঢাকা রুটে বিমান চলাচল শুরু, যাত্রী কম

0
727
রাজশাহী-ঢাকা রুটে বিমান চলাচল শুরু, যাত্রী কম 
দীর্ঘ চার মাস পর আজ মঙ্গলবার থেকে রাজশাহী-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েচ।

ইউএস বাংলার প্রথম ফ্লাইট সকাল ১০ টায় ঢাকা থেকে ছাড়ার কথা থাকলেও তা বাতিল হয়। ইউএস বাংলার রাজশাহীর স্টেশন ম্যানেজার মোশারফ হোসেন জানান, ১৭ জন যাত্রী নিয়ে আসার কথা ছিলো। সেটাই বিকেলে আসবে। তবে সকাল সোয়া ১১ টায় ১৩ জন যাত্রী নিয়ে নভোএয়ারের বিমানটি এসেছে যথা সময়েই।বিমানটি দুপুরে ফিরে যাবে। ১২ টা পর্যন্ত যাত্রী ছিলো ৫ জন।

নভোএয়ারের রাজশাহী স্টেশন ম্যানেজার আতিকুর রহমান জানান, বিমানে যাত্রী বাড়বে। প্রথমদিন হওয়ায় যাত্রী  কম হয়েছে।

তবে বাংলাদেশ বিমানের কোন বিমান এখনো চালু হয়নি। রাজশাহী জেলা ব্যবস্থাপক হেলাল উদ্দীন জানান, গত ১৪ই মার্চ তাদের বিমান চলাচল বন্ধ হয়। আগামী সেপ্টেম্বরের আগে চালুর সম্ভাবনা নেই।

রাজশাহীর বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সেতাফুর রহমান জানান, বিমান চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী কম হচ্ছে।

আপনার মন্তব্য জানান