কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল

0
363
কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল
অ- অ অ+

কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরো দুই সপ্তাহ বেড়েছে। কুয়েতের উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। রবিবার (১৯ জুলাই) কুয়েতের আল রাই পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবপাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে কাজী শহীদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত প্রশাসন। তাকে আটকে রাখা হয়েছে।

পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহসহ আরো দুই কুয়েতী নাগরিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

কুয়েতের উচ্চ আদালত রবিবার মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দিয়েছেন। এছাড়া কুয়েতের অপর দুই নাগরিককে আরো দুই সপ্তাহের আটকাদেশ দিয়েছেন কুয়েতের আদালত।

গত ৭ জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এমপি পাপুলকে আটক করে। দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পাপুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Print Friendly and PDF
শেয়ার
পরবর্তী খবরদ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজে আগুন, ‘স্টপ ওয়ার্ক অর্ডার’ জারি

আপনার মন্তব্য জানান