সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের পোস্টার বয়। ২০১৯ সালটা সাকিবের ক্যারিয়ারের সেরা উদাহরণ। ইংল্যান্ড বিশ্বকাপে অবিশ্বাস্য পারফম্যান্স। বছরের প্রথমভাগে দুর্দান্ত সাকিব ক্রিকেট দুনিয়ার নয়নের মণি। কদিন বাদেই ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আবার আন্দোলন থামতে না থামতেই আইসিসির দুর্নীতি বিরোধী আইনের নিয়ম সঠিকভাবে না মানায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ইএসপিএন ক্রিকইনফোর নতুন ক্রিকেটবাজি সিরিজে এসে দীপ দাশগুপ্তর সঙ্গে নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, ‘২১ বছর বয়সে আমি অধিনায়ক হয়েছিলাম। অনেক ভুল করেছি। আমি এখন বুঝতে পারি, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিলো। আবার কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছে। উপমহাদেশে এটা খেলার অংশ।’
নিষিদ্ধ হওয়ার আগে আবারও বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। আগের তুলনায় নিজের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে। আর তাই প্রথমবারের মতো এবার আর ভুল করতেন না বলে মনে করেন টাইগার অলরাউন্ডার। সাকিব আল হাসান আরও বলেন, ‘আমি এর মাঝে বিয়ে করেছি। দুটো বাচ্চা আছে। এখন আমি খেলা ও জীবনটা আরও ভালো বুঝি। বিশ বছরের আমি যেমন ছিলাম, তার তুলনায় অনেক শান্ত বানিয়েছে এ বিষয়গুলো। আমাকে এখন আর অত ভুল করতে দেখে না মানুষ। আমার দুই কন্যা আমার জীবনটা একদম বদলে দিয়েছে।’
মাঠের ভেতর তাৎক্ষনিক প্রতিক্রিয়া, মাঠের বাইরে স্পষ্টবাদী, ব্যক্তিত্বের ধরনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেই নিজের মিল খুঁজে পান সাকিব আল হাসান। তবে রোনালদো নয়, প্রিয় ফুটবলার লিওনেল মেসি সে কথা জানাতে মোটেই ভুল করেননি টাইগার অলরাউন্ডার। সাকিব জানান, ‘আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো, তবে পছন্দ করি মেসিকে। তার মানে এই নয় যে রোনালদোকে অপছন্দ করি, সেও অসাধারণ। মেসি যেভাবে খেলেন, তা পছন্দ করি আমি। কিন্তু আমার ধরণ রোনালাদোর মতোই বেশি।’
সাকিবের নিষেধাজ্ঞা মুক্তির আর একশো দিনও বাকি নেই। মাঠে ফেরার উষ্ণতা এখনি টের পাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। দুই সপ্তাহ পরেই অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন সাকিব। এই অলরাউন্ডার আরও জানান, ‘আগামী দুই সপ্তাহ আমার বাচ্চাদের দিতে চাই। তারপরেই অনুশীলনে ফিরবো। হাতে এখনো তিন মাসের মত সময় আছে। নিজেকে শেইপে আনতে এই সময় যথেষ্ট বলেই মনে করি।’













