ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে ডিএসসিসির অভিযান
মো. বশির উদ্দিন,ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার বিকেলে স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ওভার পাসের নিচে ও ডিএনডি খালের উপর অবস্থিত স্টাফ কোয়ার্টার -হাজিনগর ব্রিজের উপরে এই অভিযান পরিচালিত হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ও ডেমরা থানা পুলিশের উপস্থিতিতে এ সময় শতাধিক অবৈধ স্থায়ী-অস্থায়ী বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কে যানবাহন ও ব্রিজে মানুষের স্বাভাবিক চলাচল শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ওভার পাসের নিচে ও হাজিনগর ব্রিজের উপরে কতিপয় দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিল। এতে ব্যস্ততম ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটার পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। আর রাজধানীর প্রবেশদ্বার হিসেবে ডেমরায় সড়কের দুপাশ অবশ্যই দখল মুক্ত রাখতে হবে, অন্যথায় সড়কে যানজট সহ নানা প্রতিবন্ধকতা লেগেই থাকবে। তাই যানবাহন ও মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্যই এ উচ্ছেদে অভিযান যা প্রয়োজনে অব্যাহত থাকবে।