স্কুল নাকি ব্যবসায়িক কেন্দ্র স্কুল ছাদে টাওয়ার থেকে বুঝা যাচ্ছে না।

0
821

বশিকপুর স্কুল এন্ড কলেজের ছাদে মোবাইল কোম্পানির অসংখ্য টাওয়ার যারা স্থাপন করেছেন তাদের জানা উচিত ছিল এই স্কুলে অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এই টাওয়ার এর দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয়তায় অনেক ছাত্র-ছাত্রী রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। কোন কিছুর তোয়াক্কা না করে আর্থিক লোভে এই কাজগুলো করেছেন। নিন্দা জানাই। এই বিষয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের টাওয়ার সরানোর জন্য অভিভাবকগণ আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য জানান