লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১কেজি করে গরু গোস্ত উপহার দিয়েছে বাংলাদেশ পিপলস্ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলার উত্তর চরলরেঞ্চ গ্রামে এ গোস্ত বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, চাঁদপুর (এনএসআই’র) উপ-পরিচালক শাহ্ আরমান, সাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাবেক ছাত্রলীগ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ পিপলস্ ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ প্রমুখ।
জানতে চাইলে, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান রুবেল বলেন, দেখা যাচ্ছে বর্তমান সময় অসহায় মানুষ গুলো বিশেষ দিনেও পরিবার-পরিজন দিনে ভালো ভাবে রান্না করে খাবার খেতে পারে না। তাই এ ঈদে সংগঠনেরর পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি জেনো সমাজের সুবিধাবঞ্চিত মানুষ গুলো পরিবারের সদস্যদদের নিয়ে একবেলা খাবার ভালোভাবে খেতে পারে।
এছাড়াও এ সংগঠনটি করোনাভাইরাস শুরু থেকে খাদ্যসামগ্রী ও মানুষকে নিরাপদ ও সুরক্ষিত থাকতে সচেতনতা মূলক লিফলেট, মাক্স বিতরণ করেছে। এভাবে তারা সারাদেশব্যপী সামাজিক কাজ করে যাচ্ছে।