ঈদ-উল আযহা উপলক্ষে মান্দারী ইউপি চেয়ারম্যান পদপ্রাথী সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
তিনি এক বাণীতে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহ্ আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এবারের ঈদ-উল আযহা ভিন্ন প্রেক্ষাপটে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই উদ্যাপিত হতে যাচ্ছে, এ জন্য স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উদযাপনের আহবান জানাচ্ছি।
ইউপি চেয়ারম্যান পদপ্রাথী সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী বলেন , পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানী করা পশুর রক্ত বর্জ একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে ফুতে ফেলার জন্য ইউনিয়নবাসীকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছেন। নির্দিষ্ট কোন স্থানে সকলে একত্রিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে কোরবানী পশু জবাই করার আহবান জানান।