লক্ষ্মীপুর জেলার চার কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া এ চার কৃতি সন্তান হলেন,নাসির উল্লাহ খান ও শফিউর রহমান জুয়েল আনোয়ার হোসেন রিংকু, নুরে আলম তারেক, । জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে রোববার দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের সাথে পদোন্নতি পেয়েছেন দেশের আরো ৩১৮ জন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এবার উপসচিব পদে ২৭তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হয়েছে।