এবার সালমান-ক্যাটরিনার জীবনে ‘ভিলেন’ ইমরান

0
479

টাইগার সিক্যুয়েলের আগের দুটি ছবিতে রোমান্স ও অ্যাকশন করতে দেখা গেছে জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটিকে। জানা গেছে, এবার টাইগার পার্ট থ্রি আনতে চলেছে প্রযোজনা সংস্থা। যেখানে সালমান ও ক্যাটরিনা সঙ্গে মূখ্য ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। খবর জিনিউজের।

ছবির গল্পে ইমরান ভিলেন হয়ে ধরা দেবেন সালমান ও ক্যাটরিনার জীবনে। খলচরিত্রে তাকে নির্বাচন করেছেন ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। আগামী মার্চ থেকে টাইগার পার্ট থ্রির শুটিং শুরু হবে। এর আগে, ভারত ছবির পর সালমানের সঙ্গে আর দেখা যায়নি ক্যাটরিনাকে। সালমান বর্তমানে অন্তিম ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আপনার মন্তব্য জানান