ভারতে স্বর্ণের বাজারে দর পতন

0
611

বিশ্বজুড়ে কমেছে স্বর্ণের দাম। এই ধাক্কায় ভারতের বাজারেও দাম কমেছে স্বর্ণের। জানা গেছে দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম হল ৪৬,৮৪৭ রুপি। যা আগের দামের থেকে প্রায় ৬৬১ রুপি কম। খবর হিন্দুস্তান টাইমস এর।

ভারতীয় মিডিয়া বলছে, বিশ্ববাজারের প্রভাব ও ডলারের তুলনায় টাকা শক্তিশালী হওয়ার জেরে স্বর্ণ বাজারে এই দর পতন। ভারতের আজ কিছুটা কমেছে রুপার দামও। দিল্লিতে এক কিলো রুপার দাম ৬৭,৮৯৪ রুপি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হয়েছে প্রতি আউন্স প্রতি ১৮১৫ ডলার। অন্যদিকে রুপার দাম আউন্স প্রতি ২৬.৯৬ ডলার। তবে আন্তর্জাতিক বাজারে এই বছরে সোনার দাম আউন্স পিছু ১৯৫০ ডলার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আপনার মন্তব্য জানান