বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচে কানাচে: শাকিব খান

0
748

১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে লাল পাঞ্জাবীর সঙ্গে লাল সবুজ চাদরে দেখা গেছে তাকে। খালি পায়ে ধীর তালে এগিয়ে গেছেন স্মৃতিসৌধের দিকে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শাকিব খান।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সে বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দিব পৃথিবীর আনাচে কানাচে। বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
প্রকাশের পর ভিডিওটি লুফে নিয়েছে শাকিবিয়ানরা। ভার্চুয়াল বার্তায় বেশ প্রশংসা পেয়েছেন কিং খান। ভিডিওর কমেন্টস ঘর এবং নেট দুনিয়ার সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে প্রশংসায় ভাসছেন তিনি। রোমান সরকার কমেন্টস ঘরে লিখেছেন, ‘আবারও প্রমাণ করলো কিং খান শাকিব খান সবদিক থেকে সেরা।’ সেলিম মিয়া লিখেছেন, ‘এতো সুন্দর ভাবে কেউ পারেনি আগে। যা করে দেখালো আমাদের শাকিব খান।’ সজীব খান নামে এক শাকিবিয়ান লিখেছেন, ‘লাভ ইউ বস। ভাইজানের জন্য অনেক অনেক ভালোবাসা।’

আপনার মন্তব্য জানান