আফগানিস্তানে একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় ১১ জন শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন।
শুক্রবার দেশটির গাজনি প্রদেশে বোমাবাহী একটি মোটরসাইকেলে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। তালেবান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গাজনির প্রাদেশিক পুলিশ আহমাদ খান সিরাত।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলাকারীরা প্রদেশের রাজধানী গাজনি থেকে ১২০ কিলোমিটার দূরে গিলান জেলায় চলা ধর্মীয় সমাবেশে এই হামলা চালায়। সেখানে কোরআন তেলওয়াতের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হয়েছিল।আফগান সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গত কয়েকমাস ধরে চলা আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। যদিও কাতারের দোহায় সেপ্টেম্বরে দুই পক্ষের আলোচনার পর জানুয়ারি পর্যন্ত তা স্থগিত রাখা হয়।