সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ছবি ‘বিশ্বসুন্দরী’। যা দেখতে সিনেমা হলগুলোতে দর্শক ভিড় জমাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশি হিসেবে ফোর্বসের ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন পরী। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা।এদিকে, গতকাল রাতে তানভীর তারেকের ‘জীবন যেখানে যেমন’ ভার্চুয়াল শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরীমনি। সেখানে সিনেমা ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। কথার প্রসঙ্গে মুখ খুলেছেন তার গডফাদার নিয়েও।
এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারও আছে। কে তা কি জানেন? মূলত, আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।’