স্বার্থসিদ্ধির জন্য দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিএনপির এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ।
এছাড়া আলোচনা সভায় ২০২২ সালে পদ্মাসেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।