শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলীর জন্ম বার্ষিকী পালন এবং তাঁর কন্যার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী মৌলভীবাজার।
মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৭২ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। একইদিন কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হওয়ায় মহসীন আলী কন্যা সৈয়দা সানজিদা শারমিনকে সংবর্ধনা দেওয়া হয়।
এদিন অনুষ্ঠানে যুবলীগ নেতা ও তরুণ আইনজীবী এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সুজিত দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও এদিন বক্তব্য রাখেন, সংবর্ধিত সৈয়দা সানজিদা শারমিন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাসুদ আহমদ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সুফিয়ান, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ও রাজনগর উপজেলা ছাত্রলীগের আব্দুল্লাহ আল মামুন শাম্মুসহ আরও অনেকে।