প্রখ্যাত মুফাসসির গোলাম সরোয়ার সাঈদী লাইফ সাপোর্টে, সবার দোয়া কামনা করেছেন পরিবার

0
1152

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় ইসলামিক স্কলার, কুমিল্লার আড়াইবাড়ি দরবার শরীফের পীর ও আড়াইবাড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম সরোয়ার সাঈদী অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

গেল কয়েকদিন আগে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকার কমপোর্ট হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৮ শে অক্টোবর তাকে আইসিইউতে নেয়া। অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকার এপোলো হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

গোলাম সরোয়ার সাঈদীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন ইসলামিক স্কলারগন। জনপ্রিয় মুফাসসির মাওলানা মিজানুর রহমান আযহারী তার ফেসবুক পেজ এ গোলাম সরোয়ার সাঈদীর সুস্থতা কামনা করে স্ট্যাটাস দেন। তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।

আপনার মন্তব্য জানান