মেশকাতুল ইসলাম সিয়ামঃ
ফ্রান্স সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ধর্মের প্রবর্তক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে লক্ষ্মীপুর জেলার ৬নং বাঙ্গাঁখা ইউনিয়নের রাধাপুর ও আশপাশের গ্রামে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজের পর রাধাপুর ও আশপাশের ১২ টি মসজিদের মুসল্লীদের সম্মিলিত অংশগ্রহণে রাধাপুর এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। বাদ জুমায় মুসল্লীরা বিক্ষোভ মিছিল এ অংশ নিয়ে রাধাপুর মিত্রের বাজার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙনে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাধাপুর মিত্রের বাজার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতীব বরন্যে মুফাসসির মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ফতেহধর্মপুর মসজিদের খতীব মাওলানা আহমাদ উল্যাহ, হাবীবুল উলুম মাদ্রাসা মসজিদ এর খতীব আব্দুল আজীজ, পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এর খতীব ওমর ফারুক, ধোলাকান্দি জামে মসজিদ এর খতীব কামরুল হাসান, বায়তুল ওমর জামে মসজিদ এর খতীব আহমেদ উল্যা, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা ইউসুফ কামাল, মাওলানা আব্দুল মোক্তাদির, মাওলানা সালাহউদ্দিন, রাধাপুর মিত্রের বাজার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা, RUF স্পোর্টিং উইংস এর আহবায়ক তৌহিদুর রশিদ প্রমুখ। রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক ও প্রতিবাদ সমাবেশ এর প্রধান আয়োজক আনোয়ারুল হক বাবুল সমাবেশে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন।
বক্তারা ফ্রন্সের সকল পন্য বয়কট করার ঘোষণা দেন। এছাড়াও তারা বলেন বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে। বক্তারা আরো বলেন রাসূল সাঃ এর প্রতি অবমাননা কারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।