রাসূল সাঃ এর প্রতি অবমাননাঃ লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মানববন্ধন

0
914

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিবেদকঃ মেশকাতুল ইসলাম সিয়াম

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে ও ফ্রান্সের পন্য বয়কটের দাবীতে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ শে অক্টোবর) সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর এর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য, সাংবাদিক, ছাত্র, মানবাধিকার কর্মী ও সর্বস্তরের জনগণ।

মানববন্ধন এ বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নাইম উদ্দিন, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সহ দপ্তর সম্পাদক মোঃ মেশকাতুল ইসলাম সিয়াম, বন্ধু সংঘের সভাপতি সাইফুল ইসলাম, প্রেরণা এর সাধারণ সম্পাদক নাহিদ আলম, রেড ড্রপস বাংলাদেশ এর সদস্য জোবায়েদ হোসেন সানি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে রাসূল সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে আমরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছি। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করতে হবে এবং তাদের দূতাবাস বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে তারা সারাবিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা ঐক্যবদ্ধ হয়ে রাসূল সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদ করে।

আপনার মন্তব্য জানান