নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা পুরষ্কার ২০২০ প্রদান করা হয়েছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পুরষ্কার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পদকপ্রাপ্ত দের হাতে পুরষ্কার তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অংশগ্রহণ করেন।
গত ২০ শে ফেব্রুয়ারি স্বাধীনতা পুরষ্কার প্রাপ্তদের নাম প্রকাশ করে মন্ত্রীপরিষদ সচিব। এর পর ১ টি নাম সংশোধন করে গত ১২ মার্চ পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করে। এ বছর ৮ জন ব্যাক্তি ও ১ টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরষ্কার প্রদান করা হয়।
এ বছর যে সকল বিশিষ্ট ব্যাক্তি স্বাধীনতা পুরষ্কার পেয়েছেন তারা হলো – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান এর জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।
চিকিৎসাবিদ্যায় অবদান রাখায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে অবদান কালীপদ দাস ও লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান ফেরদৌসী মজুমদার।
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস্ কে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।
স্বাধীনতা পুরষ্কার হিসেবে সকলে পাচ্ছে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের পদক, একটি সনদপত্র ও নগদ ৫ লক্ষ টাকা।
গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস এর দিন এই পুরষ্কার বিতরন এর কথা ছিল। করোনার প্রাদুর্ভাবের কারণে ওইদিন স্বাধীনতা দিবস এর সকল কর্মসূচি স্থগিত করা হয়।
দেশের মহান ব্যাক্তিদের সম্মাননা দেয়ার লক্ষ্যে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরষ্কার দিচ্ছে বাংলাদেশ সরকার।