রাসূল সাঃ এর প্রতি অবমাননার কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও হল সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাঃ এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে বিশ্ববিদ্যালয়ের ই এম ডি এস বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে আসলে তারা তাদের সাময়িক বহিষ্কার করে।
বুধবার (২৮ শে অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসূল সাঃ ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত যা বাংলাদেশ সরকারের আইনে একটি দন্ডনীয় অপরাধ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত উপরোক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে সাময়িক বহিষ্কার ও হল সিট বাতিল করা হয়েছে। এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের কে স্থায়ী বহিষ্কার করা হবে না।”