বুধবার (২৮ শে অক্টোবর) লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর জেলার সাধারণ ছাত্রসমাজের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ও সর্বস্তরের জনগণ। মানববন্ধন এর আগে লক্ষ্মীপুর শহর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্ররা।
বিক্ষোভ মিছিল এর নেতৃত্ব দেয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি কলেজ এর শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণ কারীরা লক্ষ্মীপুর টিভিকে বলেন ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে রাসূল সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে আমরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছি। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করতে হবে এবং তাদের দূতাবাস বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে তারা সারাবিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা যেন এখন ঐক্যবদ্ধ ভাবে ফ্রান্সকে প্রতিরোধ করে।