বিভিন্ন মহলে ফ্রান্সকে বয়কট

0
812

লক্ষ্মীপুর টিভি। প্রতিবেদকঃ মেশকাতুল ইসলাম সিয়াম
মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ফ্রান্সকে বয়কটের ঘোষণা দিয়েছেন মুসলিম সম্প্রদায়। তারা হ্যাশট্যাগ ব্যবহার করে (#Boycott_French_Products
#Boycott_French
#We_Love_Mohammad_(S.A.)
#We_Follow_Mohammad_(S.A)
#we_are_ummate_mohammadi) প্রতিবাদ করছেন।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলী এলাকায় এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়ে ছিলেন। তারপর তাকে হত্যা করা হয়।

এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়।

সাড়ে পাঁচ বছর আগে হজরত মুহাম্মদ (সা.) বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এইদিকে ফ্রান্সের সকল প্রোডাক্ট বয়কট করেছেন কুয়েত ও পাকিস্তান সরকার। তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এর সমালোচনা করে বলেন তাকে মানসিক চিকিৎসা দেয়া প্রয়োজন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুসলিম বিশ্বের সকল নেতাদের আহবান জানান ফ্রান্সের সকল পন্য তাদের দেশে বয়কট করতে।

এইদিকে ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড় পগবা ফ্রান্সের হয়ে আর ফুটবল খেলবেন না বলে জানান। তিনি বলেন মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন।

এইদিকে ফ্রান্সের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যকাররা। সাইবার ৭১ নামে একটি গ্রুপ এই হামলা চালান। তারা বলেন রাসূল সাঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে মুসলিম হ্যাকার রা এই হামলা চালান। ফ্রান্সের গণমাধ্যম বলেন হ্যাকার দের কারণে ফ্রান্সের বিশাল একটা ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য জানান