বাংলাদেশি অংকে যেটি ৩ কোটি টাকারও বেশি!
আগের চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার কথা ডি ব্রুইনির। বর্তমানে প্রতি সপ্তাহে ২ লাখ ৮০ হাজার ইউরো বেতন পান এই তারকা মিডফিল্ডার। তবে ২৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আরো দীর্ঘমেয়াদে চুক্তি সারতে চায় সিটিজেনরা। সে হিসেবেই বেতনটাও আরো আকর্ষণীয় করার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ।
৫৪ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি’তে ২০১৫ সালে সিটিতে যোগ দেন কেভিন ডি ব্রুইনি। এরইমধ্যে বেশকিছু ক্লাব তার দিকে হাত বাড়ালেও বেলজিয়ান তারকা জানিয়েছেন, তিনি এবং তার পরিবার ম্যানচেস্টারে বেশ সুখেই আছেন। তবে আর্থিক কেলেঙ্কারির দায়ে গেলবছর ম্যানসিটিকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা নিষিদ্ধ করায়, ক্লাবটিতে নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কার কথাও স্বীকার করেছিলেন ব্রুইনি। গেল ৫ বছরে দলের হয়ে ৭টি মেজর ট্রফি জিতেছেন ব্রুইনি। জিতেছেন ইপিএলও। নিজেও হয়েছেন লিগটির সেরা ফুটবলার। বর্তমান সময়ের সেরা মিডফিল্ডারের স্বীকৃতিটাও কুড়িয়ে নিয়েছেন এরইমধ্যে। সবমিলিয়ে বেলজিয়ান তারকাকে নিয়ে বেশ সন্তুষ্ট সিটিজেনরা। এবার তাকেও সন্তুষ্ট করার পালা ক্লাব কর্তৃপক্ষের।