করোনার টিকা যথাযথভাবে মজুত করতে দেশব্যাপী বিশেষ কোল্ড স্টোরেজ তৈরি করছে ভারত। ভ্যাকসিন ভালো রাখতে হলে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা সংরক্ষণ করা জরুরি বলে জানা গেছে। বিশেষজ্ঞদের আশা, একটি ভারতীয় ও অন্তত তিনটি বিদেশি টিকা কয়েক মাসের মধ্যে হাতে আসতে পারে। সে ক্ষেত্রে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেগুলিকে মজুতের বন্দোবস্ত করতে হবে।
করোনার টিকা মজুত করতে আগেভাগেই দেশ জুড়ে কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করার কথা ভাবছে দেশটির সরকার। সরকারি-বেসরকারি ওষুধ নির্মাতা সংস্থা, কৃষি বিপণন ও খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা, এমনকি স্টার্ট-আপ সংস্থাগুলির সঙ্গেও এই বিষয়ে কথা বলেছে সরকারি বিশেষজ্ঞ কমিটি।
collected news somoy tv