“সহ-সভাপতি পদে বিজয়ী হয়ে সদস্যদের কল্যানে কাজ করতে চান আলহাজ্ব আলমগীর হোসেন রাজু”

0
1604

নিজস্ব প্রতিবেদকঃ
জমে উঠেছে নির্বাচন, চলছে প্রচারনা, শেষ মূহূর্তে চলছে প্রার্থীদের গণসংযোগ।
আগামী ১৫ই অক্টেবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের (২০২০-২০২৩) নির্বাচন।
উক্ত নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাজু এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আলহাজ্ব জনাব আলমগীর হোসেন রাজু।
জনাব আলমগীর হোসন রাজু সমিতির সদস্যদের নিকট সৎ, আস্থাবাজন, বিশ্বস্ত ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে পরিচিত।
তিনি ইতিপূর্বে উক্ত সমিতির পরিচালক হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সমিতির সম্মানিত সদস্যদের স্বার্থ অক্ষুণ্ন দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ১৫ অক্টোবর ২০২০ এ অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদের (২০২০-২৩) নির্বাচনে তিনি সহ-সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করছেন।

সহ-সভাপতি হিসেবে প্রার্থী হয়ে জনাব আলমগীর হোসেন রাজু লক্ষ্মীপুর টিভি কে জানান-
“সমিতির প্রান হচ্ছে সমিতির সদস্যগন যাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে আজকে সমিতি এই অবস্থানে উপনীত হয়েছে। সেই সদস্যদের কল্যানে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সমিতির সার্বিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমি সবসময় কাজ করে যাবো, ইনশাহ্আল্লাহ।
আগামী ১৫ তারিখের নির্বাচনে আমি সদস্যদের নিকট ফুটবল মার্কায় ⚽ ভোট প্রদানের মাধ্যমে আমাকে জয়যুক্ত করার অনুরোধ করছি।
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽

আপনার মন্তব্য জানান