নিজস্ব প্রতিবেদকঃ
বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের (২০২০-২০২৩) নির্বাচনে আবারও যুগ্ন সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন সিফাত এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী জনাব মোঃ আবদুল হান্নান।
তিনি বিগত ৬ বছর যাবত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সমিতির সম্মানিত সদস্য দের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রথমে পরিচালক ও সদ্যবিদায়ী কমিটিতে যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ১৫ অক্টোবর ২০২০ এ অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদের (২০২০-২৩) নির্বাচনে
তিনি আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট একান্ত ভাবে কামনা করছেন।
যুগ্ন সম্পাদক প্রার্থী জনাব আবদুল হান্নান লক্ষ্মীপুর টিভি কে জানান- বিগত দিনে আমি সততা, নিষ্ঠার সহিত সদস্যদের স্বার্থ রক্ষায় ও সমিতির প্রয়োজনে সকল কাজে সচেষ্ট ছিলাম, সদস্যদের সকল প্রয়োজনে নিজেকে উজাড় করে তাদের পাশে দাঁড়িয়েছি। এই সমিতি আমার কাছে আমার পরিবারের মতো এবং সমিতির প্রতিটি সদস্য আমার পরিবারের সদস্য হিসেবে আমি মূল্যায়ন করি। আমি সকল সদস্যদের নিকট সহযোগিতা ও দোয়া চাই। সদস্যরা যদি উনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি সদস্যদের স্বার্থ রক্ষার্থে অতিতের মতো সচেষ্ট থাকবো এবং বিগত মেয়াদের অসম্পূর্ন কাজগুলো সঠিকভাবে সম্পূর্ন করতে সমর্থ হবো, ইনশাহ্আল্লাহ।