অবশেষে শ্রীলঙ্কা সফর বাতিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের

0
649

নিজস্ব প্রতিবেদকঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোয়ারান্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন(এমপি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা বলেন-“শ্রীলংকা আমাদেরকে সফরের বিধি-নিষেধ নিয়ে একটি শর্ত পাঠিয়েছিল। আমরা সেটি পর্যালোচনা করে দেখেছি। সেখানে উল্লেখিত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। ওদের জানানোর পর তারা সরকারের সঙ্গে আলোচনা করে,কিন্তু ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এটা মানতেই হবে। এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না।”
মিঃ পাপন আরো জানান, ‘লম্বা কোয়ারেন্টাইন শেষে ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের মানসিক অবস্থা থাকবে না। আর তাই আমরা এখন সফরে যেতে রাজি নই। পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো।’
স্পোর্টস ডেস্ক, লক্ষ্মীপুর টিভি।

আপনার মন্তব্য জানান