রাষ্টনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত সৈনিক যুব রাজনীতির উজ্জল নক্ষত্র দুঃসময়ের সাবেক জনপ্রিয় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান ১/১১ নেত্রীর কারা মুক্তি আন্দোলনের বীর যোদ্ধা মোহাম্মদ মাকসুদুর রহমান আজ ১২ সেপ্টেম্বর”২০১৪ সালের শুভ বিবাহ বার্ষিকী এইদিন থেকে একসাথে পথচলা। আল্লাহ ভালো রেখেছেন,সকলে দোয়া করবেন। একসাথে আমৃত্যু পথচলা যেন শেষ হয়। তিনি বিবাহ বার্ষিকী বলেন আমার একটা স্বপ্ন তা হলো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন,জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠার প্রতি আস্থা রেখে সংগঠনের জন্য কাজ করলে কোন ষড়যন্ত্রই রাজপথ থেকে সরাতে পারবে না” আমি একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও আদর্শবান স্কুল শিক্ষকের সন্তান । উচ্চশিক্ষা অর্জন করে সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। অসৎ পথে অর্থ উপার্জন করা কিংবা নীতি বহির্ভূত কাজ করতে রাজনীতিতে আসিনি। রাজনীতিতে আমার একটাই লক্ষ্য,কোন না কোন ভাবে মানুষের সেবা করা,গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকা,আদর্শ নিয়ে সংগঠনের জন্য কাজ করা । জীবনে কোন অন্যায় কাজ করিনি,অন্যায়কে প্রশ্রয় দেইনি। ষড়যন্ত্র করে আমাকে রাজপথ থেকে সরানো সম্ভব নয়। কারন আমি মমতাময়ী মা,মানবতার জননী’র দুঃসময়ের দুর্দিনের রাজপথের কর্মী,নেত্রীর আদর্শের সৈনিক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে জীবনের শেষ সময় পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।