বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমূখী সমবায় সমিতি লিঃ নির্বাচনে ২০২০-২০২৩ সভাপতি পদে প্রার্থী হাজী মোহাম্মদ নুরুল আমিন ।

0
1360

বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমূখী সমবায় সমিতি লিঃ নির্বাচন ২০২০-২০২৩ইৎ, সভাপতি পদে মোহাম্মদ নুরুল আমিন,প্রোপাইটর মেসার্স মোহাম্মদীয়া পেপার স্টোর সমিতির সদস্যদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করলেন। সুশিক্ষিত,ধার্মীক,যোগ্য, সৎ, নির্ভীক, নীতিবান লোকই পারে প্রত্যেক সংগঠন কে সামনে এগিয়ে নিতে, তাই সমিতির প্রত্যেক সদস্যদেরে এখন একটা ইচ্ছা এমন যোগ্য লোককে নির্বাচিত করা মনে সমিতির উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হবে বলে মনে করেন সমিতির সদস্যগন। কাগজ ব্যবসায়ীগন বলেন মনে রাখবেন একজন যোগ্য লোকই পারে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনাকে কাজে লাগিয়ে একটা সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে।তাই বলতে হয় দক্ষ দেখে পক্ষ নিন, মোহাম্মদ নুরুল আমিন কে আবার ও ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করতে হবে । তারা বলেন মোহাম্মদ নুরুল আমিন দুই নয়ন সমিতির উন্নয়ন । লক্ষ্মীপুর টিভি সাথে আলাপচারিতায় প্রত্যেক দোকানদার ও সমিতির সদস্যগন বলেন মোহাম্মদ নুরুল আমি সাহেবের বিকল্প আর কোন যোগ্য প্রার্থী নেই ।

আপনার মন্তব্য জানান