মঙ্গলগ্রহে প্রথমবারের মতো সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সোমবার (২০ জুলাই) জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে ইউএই এর হোপ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
কোনো আরব দেশের মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো প্রথম মিশন এটি। আগামী বছর ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে ঢুকবে হোপ। তারপর দুই বছর ধরে লাল গ্রহটির চারপাশে ঘুরবে এবং মঙ্গলের আবহমণ্ডল সম্পর্কে পৃথিবীতে তথ্য পাঠাবে।
আমিরাতের দাবি, তাদের এই মঙ্গল অভিযানের ফলে বিভিন্ন ঋতুতে লাল গ্রহের আবহাওয়া কেমন থাকে তা জানা যাবে। এই মঙ্গল মিশনে ২০ কোটি ডলার ব্যয় হয়েছে। গত ১৪ জুলাই হোপের মহাকাশে যাওয়ার কথা ছিলো। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য দুইবার উৎক্ষেপণ পিছিয়ে দিতে হয়।