অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিষয়ে একমাসের মধ্যে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। দায়িত্ব গ্রহণের পর সোমবার (২৭ জুলাই) প্রথমবার ভিডিও কনফারেন্সিংয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘মহামারি সামাল দেয়া বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।’
এ সময় বাইরের দেশের বিভিন্ন ব্যবসায়িক চক্র দেশের স্বাস্থ্যখাতকে প্রতিনিয়ত বির্তকিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক।
দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মাথায় স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে বদলির বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের রুটিন কাজ বলে জানান মহাপরিচালক। এর সাথে দুর্নীতি বা অনিয়মের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।