বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন

0
601
বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন
দক্ষিন চীন সাগরসহ একাধিক অংশ নিয়ে চীনের বেশ বড় কয়েকটি রাজনৈতিক সমস্যা রয়েছে। তাই উন্নততর সামরিক অস্ত্র ও যুদ্ধযান বানানোয় মন দিয়েছে বেইজিং।

এর অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন করেছে এশিয়ার এই সুপার পাওয়ার। স্বতন্ত্রভাবে বিকশিত এজি-৬০০ বৃহত উভচর বিমানটি পূর্ব চীনের শানডং প্রদেশের কিংডাওতে রবিবার সকালে সমুদ্রের ওপরে সফলভাবে উড়ে গেছে। এই বিমান সমানভাবে পানি ও স্থলে চলতে পারে। বিমানটি তৈরি করতে আট বছর সময় লেগেছে চীনের।

বিমানটির পাল্লা সর্বোচ্চ চার হাজার ৫শ’ কিলোমিটার এবং দাবানল নেভানো ও সমুদ্রে উদ্ধার তৎপরতা চালাতে সক্ষম। এটি আকারে একটি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি। সমুদ্র থেকে উঠা-নামা করার জন্য নির্মিত অন্যান্য বিমানের চেয়ে এটি অনেক বড় বলে জানিয়েছে-বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না

সিনহুয়ার রিপোর্টে বলা হয়, চীনের এ বিমান নৌ-সম্পদ বিকশিত ও কাজে লাগাতে খুবই উপকারি হবে এবং পরিবেশ পর্যবেক্ষেণ, সম্পদ চিহ্নিতকরণ ও পরিবহন কাজে এটি ব্যবহার করা যাবে।

বিমানটি দক্ষিণ চীন সাগরে নজরদারির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য জানান