ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে দ্যা ব্লুজ। পয়লা অগাস্ট শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
নিরপেক্ষ ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ফার্স্ট হাফে খেলায় ছিল না ধার। বল দখলে রেখে বিচ্ছিন্ন আক্রমণ চালালেও জাল খুঁজে পায়নি কোন দল। তবে ইনজুরি টাইমে আসপিলিকুয়েতার ক্রসে অলিভিয়ের জিরুদের ফ্লিকে বোকা বনে যান ম্যান ইউ গোলকিপার। এগিয়ে যায় চেলসি।
বিরতি থেকে ফিরে কোন কিছু বুঝে ওঠার আগেই আরো এক গোল হজম করে ইউনাইটেড। ম্যাসন মাউন্টের জোরালো শট হাতের নাগালে থাকলেও আটকাতে পারেননি ডেভিড হিয়া।
ডবল লিডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ম্যাচে ফিরতে মরিয়া ম্যানইউ’র কপাল পোড়ে ৭৪ মিনিটে। মাগুইয়ারের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-০।
শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও রক্ষা হয়নি। সেমি থেকেই বিদায় নিলো ১২ বারের চ্যাম্পিয়ন ম্যান ইউনাইটেড।