নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদকে মোবাইল ফোনে অপমান ও গালমন্দ করেছে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি জাকির হোসেন মিজান। এঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে অর্ধশতাধিক শিক্ষার্থী বশিকপুর বাজারে এ বিক্ষোভ করে। এসময় তারা শিক্ষককের অপমানের প্রতিবাদ জানায় এবং অভিযুক্ত সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের শাস্তি কামনা করে। পরে তারা জাকির হোসেন মিজানের কুশপুত্তলিকা দাহ করে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে নানান অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছে। এতে করে বিদ্যালয়ের পড়ালেখার মান কমে যাচ্ছে। এছাড়া সাবেক সভাপতি জাকির হোসেন মিজান বিদ্যালয় ভবনের ছাদে তিনটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করেছেন। যা আমাদের জন্য বিপদজ্জনক। এসব বিষয়ে কথা বলায় সাবেক সভাপতি আমাদের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে হুমকি ধমকি সহ গালমন্দ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনায় অচিরেই তার শাস্তি কামনা করছি আমরা।
এ বিষয়ে জানতে সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলোও তাকে পাওয়া যায় নি।














