ওল্ড ট্রাফোর্ড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়েছে ইংল্যান্ড

0
700
ওল্ড ট্রাফোর্ড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়েছে ইংল্যান্ড
ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে ২ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩১২ রানের টার্গেট দিয়ে ১৯৮ তেই অল-আউট করে দিয়েছে ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে ৩ উইকেটে ১২৯ রান তুলেই ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। বাকি সময়ে ৮৫ ওভারে উইন্ডিজের টার্গেট দাড়ায় ৩১২ রান। কাজটা প্রথম ওভারেই কঠিন করে দেন স্টুয়ার্ট ব্রড। ৪ রানেই ফিরিয়ে দেন জন ক্যাম্পবেলকে। ওখানেই শেষ না। আরেক ওপেনার ব্রাথওয়েইট আর তিনে নামা শাই হোপ টিকতে পারেন নি কেউই। লাঞ্চের পরই ৬ করে ফিরেছেন রোস্টন চেজও।

তবে, দাড়িয়ে গেছেন ব্ল্যাকউড আর ব্রুকস। দুজনই পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি। পার্টনারশিপও পেরিয়েছে শতরান। তবে, ৫৫ রানে ব্ল্যাকউড আর শূণ্যতে ডওরিচ ফিরলে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে যায় ক্যারিবিয়দের। ব্রুকসের ৬২ আর হোল্ডারের ৩৫ এর পরও তাই ১১৩ রানে জয় পায় ইংল্যান্ড।

আপনার মন্তব্য জানান