টিকা নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৪৬ লাখ মানুষ

0
1042

দেশে এ পর্যন্ত ৪৬ লাখ ৫৫ হাজার ৪৬৪ জন করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন পুরুষ এবং ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন নারী।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৯১৪ এবং নারী ৪৭ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫ লাখ ১৮ হাজার ৮০৭, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪৬ হাজার ৯৮৫, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৪৮ হাজার ৭৪৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৭৭ হাজার ৬৪১, রংপুর বিভাগে ৩ লাখ ১৪ হাজার ৭৩৫, খুলনা বিভাগে ৪ লাখ ৩৫ হাজার ৪৮৫, বরিশাল বিভাগে ১ লাখ ৬০ হাজার ৭৭১ এবং সিলেট বিভাগে ২ লাখ ৬ হাজার ৪০২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য জানান